হোসেন ইলেকট্রনিক্স ও কম্পিউটার অনলাইন ডেলিভারির শর্তাবলি:

  • ক্যাশ অন ডেলিভারি:
    বর্তমানে বাংলাদেশের যেকোনো প্রান্তে নির্দিষ্ট পণ্যে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে।
  • ডেলিভারি চার্জ:
    অনলাইন ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ বা কুরিয়ার চার্জ প্রযোজ্য।
  • অ্যাডভান্স পেমেন্ট:
    কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিকৃত পণ্যের সম্পূর্ণ বা আংশিক মূল্য বিকাশ, ব্যাংক ট্রান্সফার বা অনলাইন পেমেন্টের মাধ্যমে অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে।
  • আংশিক পেমেন্ট:
    ঢাকা, গাজীপুর, রংপুর, চট্টগ্রাম, এবং খুলনা শহরে যদি পণ্যের মূল্য ২০,০০০ টাকার উপরে হয়, তাহলে আংশিক মূল্য পরিশোধ করতে হতে পারে।
  • কুরিয়ার চার্জ:
    কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিকৃত পণ্যের সম্পূর্ণ কুরিয়ার চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
  • ডেলিভারি সময়:
    অনলাইন অর্ডারের ডেলিভারি ক্ষেত্রে সময় ১ থেকে ৩ দিন অথবা তারও বেশি লাগতে পারে।
  • পেমেন্ট নিশ্চিতকরণ:
    পেমেন্ট কনফার্মেশনের এসএমএস পাওয়ার পর ৩ দিনের মধ্যে পেমেন্ট করতে হবে। এর পর পেমেন্ট করলে পণ্য স্টক শেষ হতে পারে বা মূল্য পরিবর্তিত হতে পারে।
  • স্টক না থাকা:
    অর্ডারকৃত পণ্য স্টকে না থাকলে ক্রেতার সম্মতিক্রমে পণ্য পরিবর্তন বা মূল্য রিফান্ড করা হবে।
  • স্টোর পিক:
    হোসেন ইলেকট্রনিক্স ও কম্পিউটার অনলাইন শপে অর্ডার করে ক্রেতা তার পণ্যটি যেকোনো শপ থেকে স্টোর পিক করতে পারবেন।
    • এজেন্টের কনফার্মেশনের পর প্রদত্ত সময়ে শপ থেকে পণ্য রিসিভ করতে হবে।
    • নির্দিষ্ট শপে পণ্যের স্টক না থাকলে অন্য শপ থেকে পণ্য ওই শপে ট্রান্সফার করে আনার পর ক্রেতা স্টোর পিক করতে পারবেন, তবে এ ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে।
    • স্টোর পিকের এজেন্ট কনফার্মেশনের সময়ের ৩ দিনের মধ্যে ক্রেতাকে পণ্য রিসিভ করতে হবে।
  • ইন্টারন্যাশনাল পেমেন্ট:
    ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে ক্রেতাকে অবশ্যই যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করেছেন, সেই কার্ডের স্বচ্ছ ছবি এবং কার্ডহোল্ডারের ভোটার আইডি, ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের স্বচ্ছ ছবি আমাদের অফিসিয়াল ইমেইল বা ফেসবুক পেজে পাঠাতে হবে।
  • ইএমআই (EMI):
    ইন্টারন্যাশনাল কার্ডে কোনো ইএমআই (EMI) প্রযোজ্য নয়।
  • স্পেশাল ক্যাম্পেইন এবং কুপন ডিসকাউন্ট:
    স্পেশাল ক্যাম্পেইন অফার বা ডিসকাউন্ট প্রাপ্ত পণ্যে আর কোনো কুপন ব্যবহার করা যাবে না, এবং এসব পণ্যে স্টার পয়েন্ট অর্জিত হবে না।

বিস্তারিত জানতে কল করুন:
01919-192466 বা 09639192466 (সকাল ৯টা থেকে রাত ৮টা)

Shopping Cart
Bob
Sales Executive Sales Engineer
Close Icon

15:52

যেকোন প্রোডাক্ট এভেইল্যাবেল কিনা / প্রাইজ / ডেলিভারি সহ নানা প্রশ্নের উত্তর জানতে আমাদের ম্যাসেজ করুন ।

Chat Icon
Message US 👋